Sbs Bangla -

সাংবাদিক আলী হাবিব আর নেই

Informações:

Sinopsis

এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি, বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আলী হাবিব আর নেই। ১৮ মার্চ, ২০২৫, মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেড় যুগেরও বেশি সময় ধরে এসবিএস বাংলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আলী হাবিবের প্রয়াণ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির লেখক, সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।