Sbs Bangla -

What is Capital Gains Tax and who needs to pay it? - ক্যাপিটাল গেইন ট্যাক্স কী, কাদের জন্যে এটি প্রযোজ্য?

Informações:

Sinopsis

Capital Gains Tax (CGT) is an important tax liability added to your taxable income for the financial year. It is not a separate tax. Read more to understand what it is and how the Australian Taxation Office (ATO) enforces it. - ক্যাপিটাল গেইন ট্যাক্স বা সিজিটি হচ্ছে সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার উপর প্রযোজ্য কর। কোনও সম্পত্তি বিক্রি করার ফলে যদি সেখান থেকে কোনো মুনাফা বা লাভ হয়ে থাকে, তাহলে বিক্রয়কারীকে সেই লাভের ওপরে ট্যাক্স বা কর প্রদান করতে হয়। এই ট্যাক্সটি সাধারণত নিয়মিত আয়কর রিটার্নের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে, প্রতি অর্থ-বছর শেষে অর্থাৎ ৩০ জুনের পরে যেটি জমা দিতে হয়। সম্পত্তি বা শেয়ারের মতো মূলধন বিক্রির ফলে প্রাপ্ত লাভ বা ক্ষতির ব্যাপারে আয়কর রিটার্নের সময় ট্যাক্স অফিসকে জানান দেয়া জরুরি, অন্যথায় জরিমানার ঝুঁকি রয়েছে।